Sunday, 12 May 2013

লাকসাম প্রতিনিধি।। কুমিল্লার লাকসামে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়া খেয়ে প্রায় দেড় শতাধিক লোক অসুস্থ হয়ে পড়েছে। গতকাল শনিবার গুরুতর অসুস্থ আবস্থায় ৭০জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে ২৩ জনকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৪৭ জনকে শহরের অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃতরা হলেন, সাইফুল (২৫), কুলসুম (৪০), রেহানা (২৫), ফারিয়া (১৮), জাফর আলী (৬০), নাছিমা (৩৫), হুমায়ুন কবির (৫০), হাসান (১৫), পান্না (২২), সোহেল (৪২), শোকর আলী (৪৫), ছায়েদ (৪২), ওমর ফারুক (৩২), রাহেলা (৪৫), শাহানারা (২৮), মহরম আলী (৫০), নিপা (১৪), কাউসার (১৫), সখিনা (৬০), ইয়াসমিন (৩০), আতিয়ারা (১৮), রাসেল (১৯), এবং মুরাদ (৭)। ভর্তিকৃত কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া, অন্যান্যদের লাকসামের কয়েকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং অনেককে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই ঘটনায় এলাকার লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আগের দিন (শুক্রবার) পৌর শহরের পশ্চিমগাঁও এলাকার জনৈক আবদুস ছোবাহানের মেয়ের বিয়ে ছিল। এই উপলক্ষে এলাকার লোকজনসহ প্রায় তিন শতাধিক লোকের খাওয়ার আয়োজন করা হয়। ওইদিন দুপুরে জুম�আর নামাজ শেষে অতিথিদের কয়েকজন খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। অনেকে বিষয়টি তেমন গুরুত্ব দেয় নি। রাতের দিকে কয়েকজনের অবস্থার অবনতি হলে তাঁদেরকে প্রাথমিক চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকাল থেকে অসুস্থদের সংখ্যা বাড়তে থাকে। একাধিকবার অতিরিক্ত বমি ও পাতলা পায়খানার ফলে অনেকে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এমতবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁদেরকে হাসপাতালে ভর্তি দেন। হাসপাতালে চিকিৎসাধীন নওয়াব ফয়েজুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, সোহেল, ছায়েদ, ওমর ফারুকসহ কয়েকজন জানায়, তাঁরা বেলা তিনটার দিকে ওই অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষে বাড়ি গেলে প্রথমে পেট ব্যথা ও বমির ভাব হয়। পরে রাতের দিকে একাধিকবার পাতলা পায়খানা এবং বমি হলে তাঁদেরকে হাসপাতালে ভর্তি করেন। অনুষ্ঠানের আয়োজক মো. আবদুস ছোবাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সাথে কথা বলা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁরা এখন বরের বাড়িতে রয়েছেন। তবে তিনিসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্য এবং বর পক্ষের কয়েকজন অতিথিও খাওয়ার পর অসুস্থ হয়েছেন। লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত গরম আবহাওয়া এবং খাদ্যে বিষক্রিয়ার ফলে এমনটি হতে পারে। তবে ভয় পাওয়ার কোন কারণ নেই। অসুস্থদের নিবিড় ভাবে চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment