Sunday, 12 May 2013

বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষায় ফলাফলে কুমিল্লার মুরাদনগর উপজেলার ৪৯টি স্কুল থেকে ৯৪ জন ও ৩৫টি মাদ্রাসা থেকে ৬১ জনসহ মোট ১৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এসএসসিতে ৪ হাজার ২৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩ হাজার ৮১৫ জন পাশ করেছে, পাশের হার ৮৯.৬০% ও দাখিলে ১ হাজার ২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৯৭১ জন পাশ করেছে, পাশের হার ৯৫.১০%। এর মধ্যে ১৫টি মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানগুলো হলো-দিঘিরপাড় দাখিল মাদ্রাসা, আকবপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা, আন্দিকুট ছায়িদুল হোসেন দাখিল মাদ্রাসা, লাজৈর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ঘোড়াশাল হাজী মুশকত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা, হায়দরাবাদ মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা, কুড়াখাল কুরুন্ডি দাখিল মাদ্রাসা, খুরুইল অজগরিয়া আলিম মাদ্রাসা, পালাসুতা দাখিল মাদ্রাসা, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা, যাত্রাপুর তানযীমুল মিল্লাত দাখিল মাদ্রাসা ও পীরকাশীমপুর গুলশানে চিশতীয়া দাখিল মাদ্রাসা। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয় ১৩ জন, ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ১১ জন, রামচন্দ্রপুর আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ১০ জন, পাচপুকুরিয়া বাজার উচ্চ বিদ্যালয় ৬ জন, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় ৫ জন, মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়, ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় ও শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে, জাহাপুর কমলাকা� একাডেমী, রামচন্দ্রপুর রামকা� উচ্চ বিদ্যালয়, গাঙ্গেরকুট উচ্চ বিদ্যালয়, গোমতা ইসগাকিয়া উচ্চ বিদ্যালয়, দারোরা দ্বীনেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয় ৩ জন করে, বিঞ্চুপুর উচ্চ বিদ্যালয়, শ্রীকাইল নজম উদ্দিন ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বাখরনগর উচ্চ বিদ্যা নিকেতন, ছালিয়াকান্দি ইন্দ্রভূষন উচ্চ বিদ্যালয়, হায়দরাবাদ হাজী ইয়াকুব আলী ভূইয়া উচ্চ বিদ্যালয় ২ জন করে, বাইড়া এম আরিফ স্কুল এন্ড কলেজ, কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয়, পীরকাশীমপুর আরএন উচ্চ বিদ্যালয়, বাশকাইট পি.জে উচ্চ বিদ্যালয়, টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়, মেটংঘর বিআরআই উচ্চ বিদ্যালয়, কাজিয়াতল রহিম-রহমান মোল্লা উচ্চ বিদ্যালয় ও কামারচর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন করে জিপিএ-৫ পেয়েছে। দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে- নবীয়াবাদ আলহাজ্ব আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদ্রাসা ২৩ জন, শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদ্রাসা ৮ জন, কামাল্লা মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা ৭ জন, দৌলতপুর রহমানিয়া আলীম মাদ্রাসা ও খামার গ্রাম ও,এস ইসলামিয়া আলিম মাদ্রাসা ৫ জন করে, সোনাকান্দা কামিল মাদ্রাসা ৩ জন, দিঘির পাড় দাখিল মাদ্রাসা ও বাখনগর হাশেমিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ২ জন করে, ডালপা নেদায়ে ইসলাম দাখিল মাদ্রাসা, আন্দিকোট ছাইদুল হোসেন দাখিল মাদ্রাসা, কুলুবাড়ি আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, ঘোড়াশাল হাজী মুশকত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা, পরমতলা ইদ্রিছিয়া ফাজিল মাদ্রাসা ও হায়দরাবাদ মাসুম বিল্লাল মেমোরিয়াল দাখিল মাদ্রাসা ১ জন করে জিপিএ-৫ পেয়েছে।

No comments:

Post a Comment