Sunday, 12 May 2013

টানা দ্বিতীয় মাদ্রিদ ওপেন ফাইনালে জায়গা করে নিলেন বিশ্বের এক নম্বর তারকা সেরেনা উইলিয়াম। রোববারের ফাইনালে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন মারিয়া শারাপোভা। টুর্নামেন্টের সপ্তম বাছাই সারা এরানির বিপক্ষে ৭-৫, ৬-২ গেমে জয় পেয়েছেন বতর্মান চ্যাম্পিয়ন সেরেনা। দেড় ঘণ্টার লড়াইয়ে শিরোপার লড়াই নিশ্চিত করলেন ১৫টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আমেরিকান তারকা। ৫০তম ক্যারিয়ার শিরোপা জয়ের লক্ষ্যে শারাপোভার সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন সেরেনা,�টুর্নামেন্টে একয়দিন যাদের বিপক্ষে খেলেছি তারা আমার চেয়ে ছোটখাটো প্রতিদ্বন্দ্বী। আমার মনে হয় আগামীকাল (রোববার) হবে সত্যিকারের ম্যাচ।� সার্বিয়ার আনা ইভানোভিচকে ৬-৪, ৬-৩ গেমে সহজেই হারিয়েছেন শারাপোভা। সেরেনাকে হারিয়ে শিরোপা জিতলে শীর্ষ র‌্যাঙ্কিংও পুনরুদ্ধার করতে পারবেন রাশিয়ান তারকা। এপর্যন্ত আমেরিকান তারকার মুখোমুখিতে ১১-২ ব্যবধানে পিছিয়ে শারাপোভা। ২৬ বছর বয়সী তারকা আমেরিকানের বিপক্ষে সর্বশেষ ম্যাচ জিতেছিলেন ২০০৪ সালে। গত মার্চেও মিয়ামিতে দেখা হয়েছিল সেরেনা-শারাপোভার। হার মেনেছিলেন রাশিয়ান তারকা।

No comments:

Post a Comment