Sunday, 12 May 2013

শিক্ষা-শিল্প-সাহিত্য- সংস্কৃতির পাদপীঠ কুমিল্লা প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জেলা হিসেবে এ উপমহাদেশে সুপরিচিতকুমিল্লার খাদি শিল্প, তাঁত শিল্প, কুটির শিল্প, মৃৎ ও কারু শিল্প, রসমালাই, মিষ্টি, ময়নামতির শীতল পাটি ইত্যাদি স্ব-স্ব ঐতিহ্যে স্বকীয়তা আজও বজায় রেখেছেকালের বিবর্তনের ধারায় এসেছে অনেক কিছু, অনেক কিছু গেছে হারিয়ে, হারায়নি এখানকার মানুষের আন্তরিকতাপূর্ণ আতিথেয়তা ও সামাজিক সম্প্রীতি
* অবস্থানঃ ২৩-১" হতে ২৪-১১" উত্তর অক্ষাংশ ও ৯০-৩৪" হতে ৯১-২২" পূর্ব দ্রাঘিমাংশ
* সীমানাঃ- উত্তরে ব্রাহ্মণবাড়ীয়া জেলা, দক্ষিণে ফেনী ও নোয়াখালী জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলা
* আয়তনঃ ৩০৮৫.১৭ বর্গ কিলোমিটার
* আন্তর্জাতিক সীমান্ত দৈর্ঘ্যঃ ১০৬ কিলোমিটার
প্রশাসনিক কাঠামোঃ
* উপজেলা : ১৬ টি (আদর্শ সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউকিান্দি, হোমনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া)
* থানা : ১৬ টি
* সিটি কর্পোরেশন : ০১ টি
* পৌরসভা : ০৮ টি
* ইউনিয়ন : ১৮৪ টি
* গ্রাম : ৩,৬৮৭ টি
* জোত : ৫,৩৪,৩০৭ টি
* মৌজা : ২,৬০৩ টি
* ইউনিয়ন ভূমি অফিস : ১৭২ টি
* হাট-বাজার : ৫৫৫ টি
জনসংখ্যা (২০১১ সালের আদমশুমারী অনুয়ায়ী ) :

* মোট জনসংখ্যা :  ৫৩,০৪,০০০
* পুরুষ : ২৩,১০,৯৪০
* মহিলা : ২২,৮০,৪০০
* জনসংখ্যার ঘনত্ব ( প্রতি বর্গ কি:মিঃ ) : ১৭১৯ জন (প্রায়)
* জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৮% (প্রায়)
শিক্ষা সংক্রান্ত তথ্যঃ
* বিশ্ববিদ্যালয় : ০১ টি
* মাধ্যমিক বিদ্যালয়  : ৫১৮ টি
* উচ্চ মাধ্যমিক বিদ্যালয় : ৯০ টি
* মাদ্রাসা   : ৩৫৯ টি
* সরকারী মেডিক্যাল কলেজ : ০১ টি
* ক্যাডেট কলেজ : ০১টি
* মেডিক্যাল কলেজ (বেসরকারী) : ০২ টি
প্রাথমিক বিদ্যালয়ঃ
* সরকারী প্রাথমিক  : ১৩৩৩ টি
* রেজিস্টার্ড : ৪৪৯ টি
* আনরেজিস্টার্ড  : ১০ টি
* কমিউনিটি : ২০২ টি
* কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় : ২২৬ টি
* অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ঃ
০ কেজি : ৩৩৭ টি
০ উচ্চ মাধ্যমিক সংযুক্ত  : ১৬ টি
০ পি টি আই সংযুক্ত   : ০১ টি
০ এন.জি.ও পরিচালিত :  ৫৪৩ টি
০ সংযুক্ত ইবতেদায়ী : ১৭১ টি
০ স্বতন্ত্র ইবতেদায়ী : ৭১ টি
০ আনন্দ স্কুল : ৪৭৬ (চান্দিনা + নাঙ্গলকোট-৩২৯)
* শিক্ষার হারঃ
* ৬২% (২০১১ সালের শিক্ষা জরীপ অনুযায়ী)

* স্বাস্থ্য সংক্রান্ত তথ্যঃ
* হাসপাতাল
ক) ৫০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল : ০১ টি
খ) ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালঃ ০১ টি
গ) পুলিশ হাসপাতাল : ০১ টি
ঘ) জেল হাসপাতাল : ০১ টি
ঙ) সম্মিলিত সামরিক হাসপাতাল : ০১ টি
* উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কমপ্লেক্সঃ ১১ টি
* পল্লী স্বাস্থ্য কেন্দ্র : ০১ টি
* টি,বি, ক্লিনিক : ০১ টি
* স্কুল হেলথ ক্লিনিক : ০১ টি
* উপ -স্বাস্থ্য কেন্দ্র : ৪৮ টি
* ডায়াবেটিক সেন্টার : ০১ টি
* ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র : ১২৩টি
* জম্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হারঃ ৬৭.১৫%

* যাতায়াত ব্যবস্থাঃ
* মহাসড়কঃ-১৩২.০০ কি:মি:

* সড়ক ও জনপথ বিভাগঃ-
* পাকা : ৬৪১.০০ কি:মি:
* আধাপাকা : ১৩৬.০০ কি:মি:
* কাঁচা : ৩১০.০০ কি:মি:

* স্থানীয় সরকার প্রকৌশল বিভাগঃ

* পাকা : ৭৬৫.০০ কি:মি:
* কাঁচা : ২৪৪৮.০০ কি:মি:

* জেলা পরিষদ সড়কঃ
* পাকা : ২০২৩.০৮ কি:মি:
* কাঁচা : ৪৫২.৩১ কি:মি:

* কুমিল্লা পৌরসভা সড়কঃ
* পাকা : ১১০.০০ কি:মি:
* কাঁচা : ৫.০০ কি:মি:

* লাকসাম পৌরসভা সড়কঃ
* পাকা : ৩২.০০ কি:মি:
* কাঁচা : ৯২.০০ কি:মি:

* রেলপথঃ ২১২.০০ কি:মি:

* ফেরীঘাটঃ ৩৪ টি

* নদীবন্দরঃ ০১ টি

* যাত্রী ছাউনিঃ- ১৪ টি

* প্রধান নদী : মেঘনা, গোমতী, তিতাস, ডাকাতিয়া, কাঁকড়ী

* ভূমি সংক্রান্ত তথ্যঃ
* মোট ভূমি : ৭,৬০,১৭৫ একর
* চাষাবাদযোগ্য ভূমি : ৫,৯৩,৩৮০ একর
* চাষের অযোগ্য : ১,৫৩,৯৩৩ একর
* এক ফসলী : ১,৩১,০৬২ একর
* দোফসলী : ৩,৫৫,০৩৭ একর
* তিন ফসলী : ১,০৬,৯৯৪ একর
* সেচের আওতায় : ৩,১৯,৯৪৭ একর
* মোট বনভূমি : ২,১৮১ একর
* শিল্প সংক্রান্ত তথ্যঃ
* বৃহৎ শিল্প :
বস্ত্রকল : ০৭ টি
পাটকল : ০৪ টি
ইঞ্জিনিয়ারিং ও স্টীল : ৪৯৯টি
পানীয় : ০১ টি
হিমাগার : ২৮ টি
গার্মেন্টস : ০১ টি
সিনেমা হল : ১৯ টি
* ক্ষুদ্র ও কুটির শিল্পঃ
মোট ক্ষুদ্র ও কুটির শিল্পঃ ১২৫৭০ টি
ক্ষুদ্র শিল্প : ২১৬৯ টি
কুটির শিল্প : ১০৪০১ টি

* শিল্প নগরী : ০২ (দুই) টি
বিসিক শিল্প নগরী, কুমিল্লা
বিসিক শিল্প নগরী, চৌদ্দগ্রাম

* কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকাঃ কুমিল্লা ই পি জেড এ ৬০টি শিল্প ইউনিট সহ ২০৮টি প্লট তৈরীর পরিকল্পনা আছে যেখানে ৪০,৫০০ জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়

* প্রাকৃতিক সম্পদ :

কুমিল্লায় রয়েছে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিঃ এর মূল স্থাপনা এবং গ্যাস ফিল্ড
* বর্তমান গ্যাস কূপ : ০৮ টি
* প্রথম উৎপাদন : ১৯৮৪ সাল
* আনুমানিক গ্যাস মজুদ : প্রতিদিন ৩০/৩৫ মিলিয়ন কিউবিক ফিট উত্তোলনযোগ্য

* ঐতিহাসিক দর্শনীয় স্থানঃ
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, শালবন বিহার, আনন্দ বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর, ময়নামতি যুদ্ধ সমাধি ক্ষেত্র (ওয়ার সিমেট্রি), বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা, কুমিল্লা পৌর উদ্যান, শাহ সুজা মসজিদ, ধর্মসাগর দীঘি, বলেশ্বর দীঘি, রূপবানমুড়া, চন্ডিমুড়া, লালমাই বৌদ্ধ বিহার, লালমাই পাহাড়, ময়নামতি পাহাড় প্রভৃতি

* সেনানিবাস : ০১ টি (ময়নামতি, কুমিল্লা)

* বিডিআর সেক্টর হেড কোয়ার্টারঃ ০১ টি (কোটবাড়ী, কুমিল্লা)

* কেন্দ্রীয় কারাগার : ০১ টি

* নগর মিলনায়তন : ০১ টি

* আধুনিক মিলনায়তন : ০১ টি


No comments:

Post a Comment